উত্তরদিনাজপুর

নিখোঁজ প্রিসাইডিং অফিসারের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকায়

নিখোঁজ প্রিসাইডিং অফিসারের ক্ষত বিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকায়। মৃত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃতদেহ সনাক্ত করে তার ভাই ও স্কুলের প্রধান শিক্ষক। 

মঙ্গলবার রাতে রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধারে ক্ষতবিক্ষত এক মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় সন্দেহ হয়েছিল ওই মৃতদেহটি রায়গঞ্জ শহরের বাসিন্দা রহটপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের। যিনি পঞ্চায়েত নির্বাচনে ইটাহারের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। পরিবার সুত্রে জানা যায়, ভোট গ্রহন করার কাজে গিয়ে সে আর বাড়ি ফিরে আসেননি। রাতেই তার পরিবারের লোকজন রায়গঞ্জ জেলা হাসপাতালে গিয়ে মৃতদেহ সনাক্ত করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলায়।

উল্লেখ্য গত ১৪ মে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহন করতে ইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ে ৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার হিসেবে যোগ দেন রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা করনদিঘীর রহটপুর হাই মাদ্রাসার ইংরেজির শিক্ষক রাজকুমার রায়। ভোট গ্রহনের দিন রাত আটটা থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। এরপর রায়গঞ্জের সোনাডাঙি এলাকার রেললাইনের ধার থেকে নিখোঁজ ওই প্রিসাইডিং অফিসারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার রাতেই রাজকুমার রায়ের ভাই, তার স্কুলের প্রধান শিক্ষক সইদুল রহমান ও রাজকুমার বাবুর এক প্রতিবেশী রবীন্দ্রনাথ বিশ্বাস মৃতদেহ সনাক্ত করেন। পরিবারের অভিযোগ রাজকুমার রায়কে খুন করা হয়েছে। ভোট করাতে গিয়ে এক প্রিসাইডিং অফিসারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায় পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ তারা খবর পান। হাসপাতালে এসে দেহ সনাক্ত করেন। সেই সঙ্গে তাদের অভিযোগ রাজকুমার রায়কে কে বা কারা খুন করে রেল লাইনের ধারে ফেলে দিয়ে গেছে।

এই বিষয়ে রবীন্দ্রনাথ বিশ্বাস নামে এক প্রতিবেশী বলেন, যারা জীবন হাতে নিয়ে নির্বাচনে যাচ্ছেন তাদের জীবনের কোন দাম নেই। নির্বাচন কেন্দ্র থেকে এক প্রসাইডিং অফিসার নিখোঁজ হয়ে যাচ্ছে তার জন্য প্রশাসনের হাতে সময় নেই। যা খুবই লজ্জা জনক।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/faQLcfgcZho